মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৬:৪৫ পিএম

স্বপ্নীল যাত্রায় স্বপ্নীল চক্রবর্ত্তীর পঞ্চম কাব্যগ্রন্থ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৬:৪৫ পিএম

কবি স্বপ্নীল চক্রবর্ত্তী।

কবি স্বপ্নীল চক্রবর্ত্তী।

​প্রযুক্তির বিস্ময় আর সামাজিক যোগাযোগমাধ্যমের তীব্র বিকাশের ভিড়ে যখন হারিয়ে যেতে বসেছে কবিতার কোমল সত্তা, ঠিক এমন এক দুঃসময়ে যারা বেছে নিয়েছেন ঢেউ-খেলানো অক্ষরের পথ, অনুভূতিকে তুলে ধরার সাহস এবং স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজেকে আবিষ্কারের যাত্রা; তাদের মধ্যে অন্যতম কবি স্বপ্নীল চক্রবর্ত্তী। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে পুঁজি করে তিনি কবিতার দুনিয়ায় সৃষ্টি করেছেন এক বেদনাবিধুর প্রেমের উপাখ্যান। অনুভবের গভীরতা আর সহজ-সরল শব্দচয়নের মাধ্যমে একইসঙ্গে জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলাদেশ এবং কলকাতায়।

​তরুণদের হৃদয়ের টানাপোড়েন, প্রেম-অপ্রেমের দহন, সময়ের বিষণ্ণতা আর অন্তর্গত বেদনার সূক্ষ্ম প্রকাশের মাধ্যমে তার প্রতিটি কবিতায় পাঠক খুঁজে পান ব্যক্তিগত অনুভবের পাশাপাশি সময়ের কথাও। প্রকাশের ধারাবাহিকতায় এরই মধ্যে তিনি উপহার দিয়েছেন চারটি জনপ্রিয় কাব্যগ্রন্থ ‘যে দুপুর বাহানা বানায়’, ‘দীর্ঘতম স্নানের কাছে’, ‘অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন’ এবং ‘আমার পাশে থাকো কিছুক্ষণ’। এই চারটি বইয়ের মধ্য দিয়েই তিনি তরুণ পাঠকের মনে শক্ত অবস্থান তৈরি করেন এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন তার প্রত্যাশায় মোড়ানো স্বপ্নীল যাত্রায়।

​এবার সেই যাত্রায় যুক্ত হলো নতুন অধ্যায়, তার পঞ্চম কাব্যগ্রন্থ ‘দুঃখী থাকার বিস্তারিত সরঞ্জাম’। বইটির নামেই যেন লুকিয়ে আছে মানুষের অসংখ্য অপ্রকাশিত অনুভূতির আভাস। স্বপ্নীল চক্রবর্ত্তীর বিশ্বাস, এই বই কথা বলবে মানুষের অযাচিত হৃদয়ের, যে হৃদয় সহজে কাউকে জানান দিতে পারে না নিজের বেদনার কথা, অথচ ভেতরে জমে থাকে অগুনতি অস্বস্তি আর নীরব কান্না।

​বইটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘খুব নীরবে আমার আরও একটি কবিতার বই এখন ছাপাখানায়, এই বই নিয়ে আমার নিজেরও কোনো জানান দেওয়ার ব্যাপার ছিল না। এই বইয়ের যদি সাধ্য থাকে তো নিজেই নিজেকে জানান দিক। কবিতাকে যারা এলিটদের ভাষা বলেন, আমি তাদের ভুল প্রমাণ করতে চেয়েছি। একটা কবিতা একই সঙ্গে সম্পূর্ণ দুই রুচির মানুষের সমান ভালো না লাগলে সেইটা তো সার্বজনীন হতে পারল না, যা কবিতার ধর্ম।’ যোগ করে তিনি আরও বলেন, ‘এই বই আমারই আয়না, এটার চাইতে ভালো কিছু আমি আমার জীবনে আর লিখতে পারব না। এই বইটি আমার জীবনের খুব কঠিন সময়ের ভেতর লেখা। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই প্রকাশক মোশাররফ হোসেন নীলয়কে।’

​ফাইজা ইসলামের আঁকা প্রচ্ছদে কাব্যগ্রন্থটি প্রকাশ করছে নবকথন প্রকাশনী। ইতোমধ্যেই রকমারিসহ দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে প্রি-অর্ডার। মুদ্রিত মূল্য ২৪০ টাকা, তবে প্রি-অর্ডারে বইটি পাওয়া যাচ্ছে মাত্র ১৬০ টাকায়।

Link copied!