ঢাবিতে শতভাগ আবাসিকীকরণসহ ৬ দফা দাবি

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৪:৪৯ পিএম

ঢাবিতে শতভাগ আবাসিকীকরণসহ ৬ দফা দাবি

ছবি রুপালী বাংলাদেশ

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসিকীকরণ নিশ্চিত ও ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।  মঙ্গলবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শর্মী চাকমা বলেন, দূর দূরান্ত থেকে উচ্চ শিক্ষার জন্য এসে হলে একটি বৈধ সিট পাই না। বাধ্য হয়ে তাদের বাহিরে থাকতে হয়। থাকা-খাওয়ার জন্য লড়াই করতে করতে আমাদের পড়াশোনার সময় থাকে না। জুলাই বিপ্লবের পর এই পরিস্থিতি চলতে পারে না। আমরা চাই ঢাবিতে শতভাগ আবাসিকীকরণ হোক এবং ছয় দফা দাবি অনতিবিলম্বে পূরণ করার দাবি জানাই।

রষ্ট্রবিজ্ঞান বিভাগের তানিম বিন কাইয়্যুম বলেন, আমরা যারা হলে থাকি সকাল সাতটা ত্রিশ মিনিটে ঘুম থেকে উঠে আটটার ক্লাস ধরতে পারছি কিন্তু আমার বন্ধু, যে অনেক দূরে থাকে তার পক্ষে সেটা সম্ভব হয় না। তাছাড়া ক্যাম্পাসের বাহিরে মেসে থাকা নারী শিক্ষার্থীরা আরো অনিরাপদে থাকে। বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা এই বিষয়টি আর চলতে দিতে পারি না।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি -

১. ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করতে হবে।
২. ১ম বর্ষের ১ম দিন থেকেই সিট প্রদান করতে হবে।
৩. মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে।
৪. নতুন হল নির্মাণের আগে অব্দি যাদের আবাসন সমস্যা আছে ক্লাস শুরুর আগে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবং সাত দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
৫. হলগুলোর সংস্কার করতে হবে। (বিল্ডিং গুলো নিরাপদ কিনা তা পরীক্ষা করা, খাবারের মান উন্নয়ন, স্বাস্থ্য সেবা,লন্ড্রী
সেবা,বিশুদ্ধ পানি, স্যানিটাইজেশান, অবকাঠামোগত সংস্কার, প্রসাশন কর্তৃক তদারকি ইত্যাদি।)
৬. মেয়েদের হলের আশেপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর ১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর ৬দফা দাবিসহ একটি স্মারকলিপি প্রদান করেন।

 

আরবি/এস

Link copied!