কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের একাংশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। ভেতরে আটকা আছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল হলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়র সূত্রমতে, বিকাল ৩টার দিকে রাবিতে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নিচতলায় থাকা ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আগুন দেয় তারা। এসময় আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন হলের সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আন্দোলনকারীরা বঙ্গবন্ধু হলের নিচতলায় আগুন দিয়েছে। আগুন নেভানোর কাজ চলছে।’
এদিকে, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২ টা হতে লাঠিসোঁটা নিয়ে ও হ্যালমেট পরে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন শাখা হতে ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে আসে সমাবেশে যোগ দিতে। অন্যদিকে, বিকাল ৩ টা হতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা ঢাবির কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হতে শুরু করে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করবে।
আপনার মতামত লিখুন :