ঢাবি হলে চলছে ছাত্রলীগ তাড়ানোর অভিযান

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৬:০৩ পিএম

ঢাবি হলে চলছে ছাত্রলীগ তাড়ানোর অভিযান

ছবি, সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবাসিক হলে থেকে ছাত্রলীগ তাড়ানোর অভিযান চলছে বলে তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

ঢাবির রোকেয়া হল, সুফিয়া কামাল হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল  শামসুননাহার হল এবং জহুরুলহক হলে সকল প্রকারের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। হলগুলোর প্রভোস্ট স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য পাওয়া যায়।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষার্থীদের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মহানগর দক্ষিণ ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কক্ষ ভাঙচুর করা হয়েছে

জিয়া হল, বঙ্গবন্ধু হল, বিজয় একাত্তর হল ও জসীমউদ্দিন হল সাধারণ শিক্ষার্থীদের দখলে রয়েছে। আবাসিক
হলগুলো রাজনীতি মুক্ত করতে আন্দোলন করছে তারা। জসীমউদ্দিন হলে শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাদের বের করার সময় আটক হয় দুই বহিরাগত। একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরেকজনের পরিচয় জানা যায়নি।

Link copied!