চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে আসলে, তাদের ছত্রভঙ্গ করতে (ঢাবি) রাজু ভাস্কর্য এলাকাতে তিনটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ।
বুধবার (১৭ জুলাই) দুপুর ৩ টা দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় টিএসসি এলাকা থেকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন তুলে নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, পুলিশ পাঁচটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটালে আতঙ্ক ছড়িয়ে পড়ে টিএসসি এলাকা জুড়ে এবং পরে ঘটনাস্থল থেকে আখতার হোসেনকে তুলে নিয়ে যায়। ঘটনার পরই পুলিশ আবারও রোকেয়া হলের কাছে আরেকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন । এ সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন সাংবাদিকের পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
ঘটনার জেরে, সাংবাদিকরা পুলিশকে প্রশ্ন তোলেন, কেন তারা সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে ?
শিক্ষার্থী ও বহিরাগতদের ঢুকতে বাধা দিতে পুরো টিএসসি এলাকা ঘিরে রেখেছে পুলিশ, বলে অভিযোগ জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, দুপুর ২টায় রাজু ভাস্কর্য এলাকায় গায়েবানা জানাজা ও কফিন শোভাযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন কোটা সংস্কারীরা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বাধার কারণে তারা এখনো কর্মসূচি পালন করতে পারেনি।
আপনার মতামত লিখুন :