শামসুন্নাহার হলের সমন্বয়ক নুসরাতকে তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৭:২২ পিএম

শামসুন্নাহার হলের সমন্বয়ক নুসরাতকে তুলে নেওয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সমন্বয়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৮ জুলাই) ভোর পাঁচটায় মিরপুরের একটি বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল হান্নান মাসউদ। একইসাথে, সহ-সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাতও ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

আব্দুল হান্নান মাসউদ জানান, নুসরাত তাবাসসুম আপুকে আজ (রোববার) ভোরে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে। অবিলম্বে তাদের সন্ধান ও মুক্তি চাই। এ নৈরাজ্য আর মেনে নেওয়া যায় না, দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রতিবাদ এখন সময়ের দাবি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এয়ারপোর্ট থানার মামলায় কারান্তরীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র শামসুজ্জামান অমির মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।

গত ২৭ জুলাই দেওয়া এই বিবৃতিতে বলা হয়, ‘শামসুজ্জামান অমি কোটা সংস্কার আন্দোলনে শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছে। সে কোনোরূপ ভাঙচুর বা অরাজকতার সঙ্গে জড়িত নয়। কোনো ধরনের ছাত্ররাজনীতির সঙ্গেও যুক্ত ছিল না। আমরা অমির নিঃশর্ত মুক্তি চাই, অনতিবিলম্বে অমির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে ছেড়ে দিতে হবে।’ 

এদিকে, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। যারা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

আরবি/এস 

Link copied!