রাজধানীর চকবাজার থানার নাজিমউদ্দিন রোড বড় মসজিদ এলাকায় প্রিজন ভ্যানের ধাক্কায় মো. সোহাগ (৩০) নামে এক ঠেলাগাড়ি শ্রমিকের মৃত্যু। রোববার (০২ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিককে ঢামেকে নিয়ে আসা মো. আশরাফুল জানান, দুপুর সোয়া ১টার দিকে নাজিমুদ্দিন রোডে বড় মসজিদ এলাকা দিয়ে ঠেলাগাড়ি নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত সোহাগের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।
খিলগাঁওয়ের খালের পানিতে ভাসমান মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁও থানার ৬ নম্বর শান্তিপুর কালভার্ট রোডের খালে পানিতে ভাসমান অবস্থায় মো. মুজাফফর আহমেদ চৌধুরী লেলিন (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০২ নভেম্বর) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ‘আমরা খবর পেয়ে খিলগাঁও ৬ নম্বর শান্তিপুর কালভার্ট রোডের শেষ মাথায় খালের পানিতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, ‘আমরা প্যান্টের পকেটে ভোটার আইডি কার্ড থেকে ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পেরেছি। বাসা খিলগাঁওয়ের মেরাদিয়া দক্ষিণ ১৯৩/৬ নম্বর বাসার সেলিম চৌধুরীর সন্তান। স্থানীয় লোকের জিজ্ঞাসাবাদে কিছু জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবুও ময়নাতদন্তে প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন