ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

এবার বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০১:৪৭ পিএম
গুলিতে মামুন শিকদার নামে এক যুবকের মৃত্যু হয় । প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত মামুনের গ্রামে বাড়ি পটুয়াখালী জেলা দুমকি থানার আগলি গ্রামে। তিনি আব্দুল খালেক শিকদারের সন্তান।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. হাসানুর রহমান জানান, আমরা খবর পেয়ে ভোরের দিকে মধ্য বাড্ডা কমিশনার গলি খ-১৮৯ নং বিকাশের মেয়ের কাঠ ও টিনের দ্বিতল ভবনের নিচ থেকে মামুন শিকদারে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত মামুনের থুতনির নিচে গলায় একটি গোলাকার চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা গুলির চিহ্ন তবুও ময়নতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলিতে শীর্ষ সন্ত্রাসী মামুন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে বেলা ১২টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে একটি ভবনের গেটে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে দুই ব্যক্তি তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যান।

জানা গেছে, খুনের মামলার হাজিরা দিতে আদালতপাড়ায় গিয়েছিলেন মামুন। পরে তাকে ধাওয়া করে গুলি করা হয়।