দিনের বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুনের পর রাতেই ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘছেছে। রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তাৎক্ষণিক আগুন নেভানোয় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় দুইজনকে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, কয়েকজন যুবক স্টেশনে রাখা একটি পুরনো বগিতে আগুন দেয়। রেলওয়ে নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভায় এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।
তিনি আরও জানান, আটক দুজন টোকাই। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আক্কাস আলী বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তদন্ত চলছে।

