ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৯:০৪ এএম
ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকা আজ বুধবার (১২ নভেম্বর) নানা রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মসূচিতে মুখর থাকবে। দিনের শুরু থেকেই বিভিন্ন দল, সংস্থা ও সংগঠন তাদের নিজ নিজ আয়োজন পরিচালনা করবে।

বিএনপি

বিকেল ৩টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি হাই স্কুল মাঠে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সকাল ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সেনাপ্রধান

বেলা পৌন ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ছাত্রদল

বাদ জুমা মেরাদিয়া সমাজের দারুল উলুম মাদরাসা ও এতিমখানার ছাত্রদের একবেলা আহারের আয়োজন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক এবং পদপ্রত্যাশী নেতারা। এতে উপস্থিত থাকবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

বুয়েট ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করেছে ইনোভার্স বাংলাদেশ। আজ মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট

সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্যারসহ ১০ জন শিক্ষক নেতাদের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন করবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

সিপিবি

দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।