রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশ একটি গোপন ককটেল তৈরির কারখানার সন্ধান পেয়েছে। সেখানে থেকে বিপুল পরিমাণ ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুর জোনের পুলিশ অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পে অবস্থিত এই গোপন কারখানার সন্ধান পায়।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান চলাকালীন বিপুল পরিমাণ ককটেল এবং তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, এই ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল। ককটেল তৈরির এই কার্যক্রম এক নিষিদ্ধ রাজনৈতিক দলের জন্য পরিচালিত হচ্ছিল বলে জানায় পুলিশ।
এসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, অভিযান এখনো চলমান এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন