ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

আজ ঢাকার বাতাস কতটা বিষাক্ত

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৩৫ এএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও বেড়ে গিয়ে বিশ্বে অন্যতম দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে উঠেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর তথ্যে দেখা যায়, ঢাকার একিউআই স্কোর দাঁড়িয়েছে ২৪৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এদিন দূষণের মাত্রায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি (স্কোর ৩৬৮), দ্বিতীয় স্থানে কলকাতা (২৫৬), চতুর্থ স্থানে উজবেকিস্তানের তাশখন্দ (২১০) এবং পঞ্চম স্থানে রয়েছে চীনের চেংদু (১৯৬)। তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়।

বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুম, নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং শিল্পাঞ্চলের নির্গমন বাড়ার কারণে দূষণ দ্রুত বেড়ে যায়। কিছুদিন আগে ঢাকার বায়ুমান উন্নতির দিকে গেলেও সাম্প্রতিক সপ্তাহে আবারও দূষণ তীব্র হয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
 
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

স্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞরা জরুরি ভিত্তিতে দূষণ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি জনগণকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।