ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওয়ার্কশপ কর্মী আহত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৪:৩১ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাকির হোসেন (৪৬) নামে এক ওয়ার্কশপ কর্মী গুরুতর আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সকাল ছয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত জাকির হোসেন ফরিদপুর সদরের ফতেহপুর গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে। বর্তমানে সায়েদাবাদ জনপথের মোড়ে ভাড়া থাকেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. মোক্তার বলেন, ‘আহত জাকির একটি ওয়ার্কশপে কর্মচারীর কাজ করতেন। আজ সকালের দিকে ওয়ার্কশপের মালামাল কেনার জন্য যাত্রাবাড়ী বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা ডান পায়ের রানে ও পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আজ ভোরের দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ব্যক্তির জরুরি বিভাগে রেখে চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’