ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক মিজানুর

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৫:২৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বৃহত্তর নোয়াখালী সমিতির (রেজি: নং-১০৭৯) কমিটি গঠন করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি হয়েছেন মো. আনোয়ার হোসেন এবং সেক্রেটারি জেনারেল মো. মিজানুর রহমান।

রোববার (৩০ নভেম্বর) নিবন্ধীকরণ কর্তৃপক্ষ ও ঢাকা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান স্বাক্ষরিত পত্রে ৩ বছরের জন্য কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে- ড. মোহাম্মদ আবু ইউছুফ, এস এ এম ফজলুল কবির, আবু নাছের মোহাম্মদ খালেদ (বিপিএম), মোহাম্মদ নুরুল আমিন, মিজানুর রহমান, মোহাম্মদ নাজমুল হাসান (সোহায়েল), মো. মনোয়ার হোসেন তৌফিক, আলহাজ্ব মোজাম্মেল হক (মঞ্জু) ও ফারুক আহম্মেদ।

ডেপুটি সেক্রেটারি জেনারেল যথাক্রমে- মো. সহিদ উল্যা, মো. শহীদুল্লাহ ও মো. সহিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, ট্রেজারার আবুল কাশেম, দপ্তর সম্পাদক মো. আকতার হোসেন, স্বাস্থ্য সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষা সম্পাদক মো. জাকির হোসেন, মহিলা ও শিশু সম্পাদক রওশন আক্তার হায়দার (ডেইজি জাফর), তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহমুদুল হক জিহাদ, ক্রীড়া সম্পাদক মাহাবুবুর রহমান, প্রবাসী ও সমাজকল্যাণ সম্পাদক আহসান হাবিব (সেতু)।

কার্যনির্বাহী পরিষদ সদস্য যথাক্রমে- প্রকৌশলী মো. আব্দুল মুকতাদির বেলাল, এয়ার ভাইস মার্শাল (অব.) এ এস এম ফখরুল ইসলাম, জাবেদ করিম, অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, এ কে এম শামসুল কবির, ইঞ্জি. আশরাফুল হক, মোহাম্মদ আবদুল হালিম, মো. হারুনুর রসিদ, মোহাম্মদ জাহিদুল হাসান, ড. মিনহাজ ফেরদৌস, ফজলুর হক ভুঁইয়া রানা, লোটন একরাম, মোহাম্মদ ছালাউদ্দিন রিপন, লে. কমান্ডার এম এ মতিন চৌধুরী (অব:) (বি এন), আবুল হাসেম, এম নুরুন্নবী এবং মুহাম্মদ নাহিদুল হাসান (পিএইচডি)।