রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বুনিয়া সোহেল (৩৫), সানি (২২), জিহাদ (১৯), শাকিল (২২), পারভেজ (২৩), রনি (৩৯), শহিদুল ইসলাম (৪০), আলী হোসেন সানি (২৭), সাব্বির (১৮), সুমন (২৩), সাব্বির (২১), রমজান (২৩) ও আতিকা (১৯)।
পুলিশ জানিয়েছে, দুষ্কৃতিমূলক কার্যক্রম, চুরি, পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
-20251031160223-20251114184319-20251114202531-20251115172653-20251116163243-20251119151935.webp)

