ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

অটোরিকশাচালককে গুলি করে হত্যার ঘটনায় আটক ২

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৪:৪১ এএম
গ্রেপ্তার ২ খুনি ইউসুফ সরদার ও উজ্জ্বল ওরফে কাঞ্চি

রাজধানীর জুরাইনে সিএনজিচালিত অটোরিকশাচালক পাপ্পু শেখকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তার হওয়া দুজন হলেন- ইউসুফ সরদার ও উজ্জ্বল ওরফে কাঞ্চি। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, সোমবার সন্ধ্যায় জুরাইনের কবি নজরুল লেনের কানা জব্বারের গলিতে পাপ্পু শেখকে গুলি করে হত্যা করা হয়। শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পরই দুর্বৃত্তরা তাকে পথরোধ করে পরপর তিনটি গুলি করে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে আদ্‌–দ্বীন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব জানায়, ইউসুফের বিরুদ্ধে তিনটি এবং উজ্জ্বলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে র‍্যাব জানায়, স্থানীয় মাদক কারবারি বাপ্পারাজ ওরফে বাপ্পার সঙ্গে পাপ্পু শেখের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।