তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ শহীদনগরে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৯ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে৷ বিকেল সোয়া ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হোসেন স্বপরিবারে শহীদনগর ২ নম্বর গলিতে থাকেন। বাসার পাশেই গহনা তৈরির কারখানায় কাজ করে হোসেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। মোহাম্মদ হোসেনের বাবার নাম শাহআলম।
হোসেনের বন্ধু মো. আব্দুল রাকিব বলেন, ‘সোমবার রাতে ২ নম্বর গলি দিয়ে যাচ্ছিল হোসেন ও তার বন্ধু নীরব। তখন নীরবের হাতে একটি লোহার পাইপ ছিল। নীরবের কাছে সেই পাইপ চায় স্থানীয় আবির (২৮) নামে তাদেরই সমবয়সী আরেক যুবক। তখন পাইপ দিতে না চাইলে আবির নীরবকে কয়েকটি চর থাপ্পর মারে। তখন তার প্রতিবাদ করে আবিরকে চড় মেরেছিল হোসেন।’
তিনি বলেন,‘রাতে ওই ঘটনার পর স্থানীয় বড় ভাইয়েরা মিলে তাদেরকে ডেকে মীমাংসা করে দেয়৷ এরপর আজ দুপুরে কারখানায় কাজ শেষ করে খাবার খেতে হেঁটে বাসায় আসছিল হোসেন। শহীদনগর ২ নম্বর গলিতে দুলালের দোকানের সামনে তখন ওঁৎ পেতে থাকা আবির ধারালো ছুরি দিয়ে তার পেটে ৫-৬টি আঘাত করে। তখন আশপাশে থাকা লোকজন তাকে ধরে ফেলে। আর আহত হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবকের বুকে ও পেটে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানায় অবগত করা হয়েছে।


