ডিসেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তার সিদ্ধান্ত জানানো হবে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকেল ৩টায় এক মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করবে।
বিইআরসি সোমবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকোর ঘোষিত ডিসেম্বর ২০২৫- এর সৌদি সিপি (Contract Price) অনুযায়ী ভোক্তা পর্যায়ের বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে।
এর আগে গত ২ নভেম্বর সর্বশেষ মূল্য সমন্বয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়।
আজকের ঘোষণায় অটোগ্যাসের নতুন দামও জানানো হবে। গত ২ নভেম্বর ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১ টাকা ১৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
২০২৪ সালে মোট ৭ দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে এবং ৪ দফায় কমেছে। দাম অপরিবর্তিত ছিল শুধু ডিসেম্বর মাসে।
জ্বালানি খাতসংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও সৌদি সিপি–র ওপর নির্ভর করে আজকের ঘোষণায় এলপিজির দামে পরিবর্তন আসতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন