সরকারি তিতুমীর কলেজকে স্বাস্থ্যবান্ধব ক্যাম্পাস রূপে গড়ে তোলার জন্য তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ টিপু সুলতানের উদ্যোগে আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা উপকরণ (ফাস্ট এইড বক্স) বিতরণ করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কলেজের শহিদ বরকত মিলনায়তনের সামনে ফাস্ট এইড বক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ, শিক্ষক পরিষদ সম্পাদক এম এম আতিকুজ্জামান। তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত অতিথিরা হলের আবাসিক শিক্ষার্থীদের হাতে ফাস্ট এইড বক্স তুলে দেয়। এতে স্যালাইন, নাপা ওষুধসহ প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে।
বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন, ‘কলেজে ছাত্রদলের উদ্যোগে পানির ফিল্টার, ওয়াইফাই, ফ্যানসহ বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কর্মসূচি করা হয়েছে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে৷ একটি গুপ্ত সংগঠন সবসময় ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালায়৷ শিক্ষার্থীদের তাদের বিষয়ে সচেতন থাকা উচিত।’
প্রধান অতিথির বক্তব্যে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুউদ্দিন আহমদ বলেন, ‘ছাত্রদল শুধু একটি দল নয়, এটি একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফার্স্ট এইড বক্স স্থাপন একটি প্রশংসনীয় উদ্যোগ।’
এ সময় তিনি ছাত্রদলকে সৃষ্টিশীল কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কলেজের চল্লিশ হাজার শিক্ষার্থীর সেবা করার দায়িত্ব তোমাদের। এ দায়িত্ব কোনো একক শিক্ষকের পক্ষে পালন করা সম্ভব নয়।’
অধ্যক্ষ আরও বলেন, ‘তোমরা (ছাত্রদল) যদি সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে কাজ করো, তাহলে শুধুই ব্যক্তিগত নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বৃহৎ প্রতিষ্ঠান গড়ে গেছেন, তারও সুনাম বৃদ্ধি পাবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন