বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নজরুল বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। তরুণ লেখক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় এই কমিটি প্রকাশিত হয়।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর শাহ বিলিয়া জুলফিকারকে সভাপতি ও মাসুম বিল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আংশিক কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ এবং গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে কেন্দ্রীয় পর্ষদের কাছে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছিল।
পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্থান পেয়েছেন, তারা হলেন:
সহসভাপতি মো. মেহেদি হাসান রনি, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সিফাত, সাংগঠনিক সম্পাদক দৈনিক সানশাইন পত্রিকার ক্যাম্পাদ প্রতিনিধি ইকবাল মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক রুহানা আক্তার রিমি, অর্থ সম্পাদক গোলাম রাসূল ইকরা, দপ্তর সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি মো. তাসনিম হক রাফি, উপদপ্তর সম্পাদক নবনিতা দাস রাখি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. জাফর সাদিক, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইস্রাফিল আকন্দ রুদ্র, প্রচার সম্পাদক সাদিয়া বিনতে সুলতান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, সম্পাদকীয় পর্ষদ সদস্য ফারজানা ইয়াছমিন শ্রাবণী এবং নাহিদ ইবনে শহিদ, কার্যনির্বাহী সদস্য তাকিয়া তাহসিনা তিমু এবং গুনগুন ভদ্র।
সভাপতি শাহ বিলিয়া জুলফিকার নতুন কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আমাদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয়েছে। আমরা নতুনদের নিয়ে সকলে একসাথে আরও নতুন উদ্যমে এগিয়ে যাব সামনের দিকে। আমাদের কমিটি নতুন কিছু কাজও হাতে নিয়েছে, যা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করবে। আমরা শিক্ষার্থীদের নিয়ে সামনে কিছু কর্মশালা আয়োজন করবো। আমি আশা করি আমরা সকলে মিলেমিশে একসাথে কাজ করবো এবং যার উপর যেই দায়িত্ব অর্পিত হয়েছে সে যেন সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে।
দপ্তর সম্পাদক মো. তাসনিম হক রাফি বলেন, নতুন কমিটিতে স্থান পেয়ে আমি খুবই আনন্দিত। নবীন শিক্ষার্থী হিসেবে দায়িত্বটি আমার কাছে অনেক বড়। আমি সকলের সহযোগীতা কামনা করছি যেন আমি আমার উপর অর্পিত দায়িত্বটি যথাযথভাবে পালন করতে পারি। সেইসাথে কমিটিতে স্থানপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানাই। এখন থেকে মনে রাখতে হবে এই কমিটি যদি একটি দেহ হয় আমরা সকলে এই দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। তাই এই কমিটিকে সচল রাখতে সকলকে নিয়মিত একসাথে কাজ করতে হবে। আমি সকলের সহযোগীতা কামনা করছি। আর সকলে যেন নিজের দায়িত্ব ও কাজ সম্পর্কে সচেতন থাকি।


