ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে ফ্যাসিবাদের গুম, খুন ও নিপীড়নবিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শনের সময় হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর কিছু মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে দৌড়ে যান দুষ্কৃতকারীদের ধরতে, কিন্তু কাউকে পাওয়া যায়নি।
ঘটনার কিছুক্ষণ পর পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তদন্ত চলমান থাকায় তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য পাওয়া যায়নি।

