রাজধানীতে জামালপুরের উদ্যমী শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকাস্থ জামালপুর স্টুডেন্ট ফোরাম। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে বুয়েট, মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানটি দুপুর ১টায় সমাপ্ত হয়। এ বছরের সংবর্ধনার মূল স্লোগান ছিল ‘জ্ঞানের স্পর্শে জাগরণ হোক নব প্রত্যয়ে।’ পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, প্রশাসক ও ব্যাংকারসহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সামিউল হক ফারুকী, ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, এডভোকেট মো. মজিবুর রহমান, প্রফেসর ড. ছদরুদ্দীন আহমেদ, ড. সৈয়দ সাখাওয়াতুল ইসলাম, ইঞ্জিনিয়ার ছবিুর খান ও অন্যান্যরা। তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উজ্জীবিত ও প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন এবং সঠিক পথচলার পরামর্শ দেন।
সভাপতি ইঞ্জিনিয়ার আহসান হাবীব স্বাগত ভাষণে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা প্রদান করেন। নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের অংশে বুয়েট শিক্ষার্থী এ এম মুসাব্বিরুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআর বিভাগের শিক্ষার্থী সাবরিনা তাবাসসুম অন্তি তাদের আনন্দ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংবাদিক, লেখক ও কণ্ঠশিল্পী আমিরুল মুমিনিন মানিকের মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন।
শেষপর্বে ২০২৬ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। সভাপতি ও অতিথিবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে কমিটির নাম প্রকাশ করা হয়। নতুন কমিটিতে তাওকীর আহমাদকে সভাপতি এবং হাসানুল বান্না জিসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই কমিটি আগামী কার্যক্রম পরিচালনা করবে।

