ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

জাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৬:০৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় দর্শন বিভাগ ১ রানে অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনাপূর্ণ এই খেলায় অর্থনীতি বিভাগ টস জিতে দর্শন বিভাগকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে দর্শন বিভাগ ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। জবাবে অর্থনীতি বিভাগ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রান করতে সক্ষম হয়।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দর্শন বিভাগের ইকবাল। টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন অর্থনীতি বিভাগের দীপঙ্কর। ফেয়ার প্লে ট্রফি অর্জন করে বাংলা বিভাগ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পরিচালক (শারীরিক শিক্ষা অফিস) বেগম নাছরীন, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মুনির হোসেন তালুকদার, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, জাকসু’র ভিপি আবদুর রশিদ জিতু, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক দেবব্রত পাল।