ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

প্রসূন আজাদের বাবা নিখোঁজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:৩৮ পিএম
ছবি -সংগৃহীত

একসময়ের ব্যস্ত ও দর্শকপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদের বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার (১৮ জুলাই) থেকে অভিনেত্রীর বাবা নিখোঁজ। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

কান্নাজড়িত কণ্ঠে প্রসূন আজাদ বলেন, ‘গতকাল বিকেলে বাবা বাসা থেকে বেরিয়েছে, তারপর আর ফিরেনি। তার না ফেরাতে আমরা হন্যে হয়ে খুঁজছি। কিন্তু কিছুতেই তার খোঁজ পাচ্ছি না।’
অভিমান করে বেরিয়েছিল কি না- জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘না সে রকম কিছুই না। সুস্থ একজন মানুষ বাসা থেকে বেরিয়েছে। হঠাৎ কি হয়েছে বুঝতে পারছি না। আমি মাকে নিয়ে থানায় যাচ্ছি।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসূন আজাদ লিখেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মোবাইল ফোন সাথে নেয়নি।’

দীর্ঘদিন ধরে কাজ থেকে দূরে আছেন প্রসূন আজাদ। শোবিজকে বিদায় জানিয়ে পুরোদস্তুর সংসারী তিনি।  ২০২১ সালের ৩০ জুলাই প্রেমিক ফারহানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তার ঘর আলোকিত করে জন্ম নিয়েছে দুই সন্তান।

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে নাম লেখান প্রসূন আজাদ। ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মৃত্যুপুরী’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। তার সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’। এ ছাড়াও অসংখ্য টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।