অবশেষে ২৪ ঘণ্টা পর খোঁজ মিলেছে অভিনেত্রী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেনের।
শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে তার বাবা বাসায় ফিরেছেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
এর আগে গত শুক্রবার (১৮ জুলাই) বিকেল থেকে অভিনেত্রীর বাবা নিখোঁজ ছিলেন।
প্রসূন আজাদ বলেন, ‘আব্বু সুস্থ অবস্থায় বাসায় এসেছে। পুলিশের সহায়তায় আমরা তাকে সুস্থ অবস্থায় পেয়েছি। আপনারা সবাই সবার অবস্থান থেকে সহযোগিতা করেছেন। আমি চিরকৃতজ্ঞ।’
অভিনেত্রীর বাবা কোথায় ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে কান্নাজড়িত কণ্ঠে প্রসূন আজাদ দৈনিক রূপালী বাংলাদেশকে বলেছিলেন, ‘গতকাল বিকেলে বাবা বাসা থেকে বেরিয়েছে, তারপর আর ফিরেনি। তার না ফেরাতে আমরা হন্যে হয়ে খুঁজছি। কিন্তু কিছুতেই তার খোঁজ পাচ্ছি না।’
অভিমান করে বেরিয়েছিল কি না- জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘না সে রকম কিছুই না। সুস্থ একজন মানুষ বাসা থেকে বেরিয়েছে। হঠাৎ কি হয়েছে বুঝতে পারছি না। আমি মাকে নিয়ে থানায় যাচ্ছি।’
তার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রসূন আজাদ লিখেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মোবাইল ফোন সঙ্গে নেয়নি।’
দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন প্রসূন আজাদ। শোবিজকে বিদায় জানিয়ে পুরোদস্তুর সংসারী তিনি। ২০২১ সালের ৩০ জুলাই প্রেমিক ফারহানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তার ঘর আলোকিত করে জন্ম নিয়েছে দুই সন্তান।
আপনার মতামত লিখুন :