বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৩:৩২ পিএম

বিয়ে মাতাতে এল মুজা–সানজানার ‘মাইয়া’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৩:৩২ পিএম

নতুন গান নিয়ে হাজির তরুণ সংগীতশিল্পী মুজা, সঙ্গে আছেন আরেক তরুণ শিল্পী সানজানা।

নতুন গান নিয়ে হাজির তরুণ সংগীতশিল্পী মুজা, সঙ্গে আছেন আরেক তরুণ শিল্পী সানজানা।

আসছে বিয়ের মৌসুম। রীতি–রেওয়াজের পাশাপাশি বিয়ের প্রতিটি আয়োজনে সংগীত এখন অন্যতম প্রধান অনুষঙ্গ। অনুষ্ঠানে বর ও কনে পক্ষের মানুষেরা দুষ্টু–মিষ্টি কথায় একে–অপরের ওপর প্রভাব বিস্তার করবেন; নৃত্য করবেন পরাভূত– এটাই সময়ের চাহিদা। আর সেই চাহিদা মেটাতেই নতুন গান নিয়ে এসেছেন সময়ের আলোচিত তরুণ সংগীতশিল্পী মুজা। সঙ্গে আছেন আরেক তরুণ শিল্পী সানজানা। গানের নাম ‘মাইয়া’।

‘মাইয়ার কথা আমার এতো ভালো লাগিল/পোলা আমার কথা শুইনা প্রেম জাগিল’– গানে এমন কথায় ‘পোলা–মাইয়া’ ধরাশায়ী করতে চেয়েছেন একে অপরকে। মুজা জানান, গানটিতে একজন নারীর সৌন্দর্যের চেয়ে ব্যক্তিত্বকে প্রাধান্য দেয়ার চেষ্টা রয়েছে। তিনি বলেন, ‘আমরা সাধারণত কারও সৌন্দর্যে আবিষ্ট হই। কথা বলার পর সেই ভালোলাগা আরও বেড়ে যেতে পারে ব্যক্তিত্বর কারণে। সেটাই গানের কথায় রাখতে চেয়েছি আমরা।’

‘মাইয়া’ গানটি তৈরির গল্পটা জানাতে গিয়ে মুজা বলেন, ‘উৎসব (বিয়ে) মৌসুমের কথা চিন্তা করেই গানটি করা। এটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ গানটিতে আমার কণ্ঠে কোনো প্রতিধ্বনি ব্যবহার করা হয়নি। নতুন আওয়াজটা শ্রোতাদের শোনাতে চেয়েছি। গানটি পপ জনরার, সঙ্গে কাওয়ালির ভাবটা আছে। সানজানার কণ্ঠ আমার কাছে ভালো লেগেছে জন্যই তার সঙ্গে কাজ করা। তবে আমি জানতাম না যে সে একজন অসাধারণ নৃত্যশিল্পী!’

সংগীতশিল্পী হিসেবে মুজা আরও আগেই পরিচিতি পেয়েছেন। কিছুটা নতুন হলেও দর্শকদের নজর কেড়েছেন ‘মাইয়া’ গানের কণ্ঠশিল্পী ও মডেল সানজানা। তরুণ ও নবীন এ শিল্পী তার সম্পর্কে জানান, ছয় বছর বয়স থেকে গান শিখছেন সানজানা। এখন ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও সুযোগ পেলেই গানের চর্চা করেন।

গানটি তৈরির পরিকল্পনার কথা জানিয়ে সানজানা বলেন, ‘মুজার প্রথম গান প্রকাশের সময় থেকেই আমরা পরিচিত। ‘মাইয়া’ গান তৈরির শুরুটা সিনেমার দৃশ্যের মতোই। হঠাৎ কেউ অন্ধকার স্টুডিওর দরজা খুলে বের হলেন, সঙ্গে সঙ্গে আমাদের শুভেচ্ছা বিনিময় হলো, তারপরেই দেখলাম আমরা গানটি নিয়ে কাজ শুরু করে দিয়েছি।’

পার্থ শেখ পরিচালিত গানটির মিউজিক ভিউওটি দেখার পর খুবই ভালো লেগেছে দুই কণ্ঠশিল্পীর। সানজানা জানান, তার প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে কাজটি। গানটির কোরিওগ্রাফি করেছেন তরুণ কোরিওগ্রাফার হৃদি শেখ। ২০১৮ সালে মুজার প্রথম কাজে তিনি ছিলেন, ২০২৫ সালে ‘মাইয়া’ গানের কোরিওগ্রাফি করলেন। মাঝখানে সবার কাজের পরিধি বেড়েছে, সেটা ভেবে অবাক লাগছিল হৃদি শেখের। তিনি বলেন, ‘যেহেতু বিয়ের মৌসুমের গান, তাই পরিকল্পনাটাও ওইরকমভাবে করেছি এবং আমাদের ডিওপি তাহসিন (তাহসিন রহমান) ভাইয়ের সঙ্গে ধারণাগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে শুধু নৃত্যের মুদ্রাগুলোই গুরুত্বপূর্ণ নয় বরং সেট ডিজাইন, পোশাক, আলো, নৃত্যশিল্পীর সংখ্যা গুরুত্বপূর্ণ উপাদান। এবার পুরুষ নৃত্যশিল্পীদের উপরও জোর দেয়া হয়েছে।’

নৃত্যে কেমন করলেন কণ্ঠশিল্পী মুজা ও সানজানা? হৃদির মতে, ‘সৃজনশীলতা এবং শিল্পীদের আত্মবিশ্বাসী এবং স্বাভাবিক দেখাচ্ছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে সবার সম্মিলিত প্রচেষ্টা পরিবেশনাকে উজ্জ্বল করে তুলেছে।’

সানজানা বলেন, ‘রাতে ডান্স প্র্যাকটিস, সকালে রেকর্ডিং— ঘুম ছিল না। সব স্বপ্নের মতো মনে হয়েছে।’ অট্টহাসি দিয়ে মুজা বলেন, ’আমি সম্ভবত সবচেয়ে খারাপ নৃত্যশিল্পী। আমি কখনও এভাবে ডান্স করিনি, কিন্তু গানে এটা দরকার ছিল, তাই করেছি। আমি আমার বাধা অতিক্রম করতে পছন্দ করি।’

‘মাইয়া’ গানটির কথা লিখেছেন মুজা ও বাঁধন। এর সংগীত প্রযোজনা করেছেন মুজা ও ডেডবানি, সংগীতায়োজন করেছেন মুজা। সহনৃত্যশিল্পীরা ছিলেন আরএস প্রোডাকশন থেকে। গানটি প্রকাশ পেয়েছে গত ৮ নভেম্বর।

Link copied!