বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কাজল ও অজয় দেবগনের দাম্পত্য জীবন নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন উঠেছে। সম্প্রতি একের পর এক পাল্টাপাল্টি মন্তব্যকে ঘিরে ভক্তরা ধারণা করছেন তাদের সম্পর্কে হয়তো টানাপোড়েন চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে কেউই বিষয়টি স্বীকার করেননি।
একটি টক শোতে কাজল হঠাৎ করেই দাম্পত্য সম্পর্কে খোলামেলা মন্তব্য করেন। তিনি বলেন, ঠিক সময়ে ঠিক মানুষকে বিয়ে করবে এর গ্যারান্টি কী? যদি দাম্পত্য নতুন করে শুরু করার সুযোগ থাকত, ভালো হতো। কিন্তু দাম্পত্যের যদি কোনো মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকত, তাহলে দুজনের কাউকেই কষ্ট পেতে হতো না।
কাজলের এই বক্তব্য সামনে আসতেই তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এই পরিস্থিতির মধ্যেই নিজের নতুন ছবি ‘দে দে প্যায়ার দে’ এর প্রচারণায় গিয়ে অজয় দেবগনও সম্পর্ক ও ভালোবাসার গভীরতা নিয়ে মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে প্রেম-ভালোবাসা খুব সস্তা হয়ে গেছে। এত অপ্রয়োজনীয় কারণে ‘ভালোবাসি’ বলা হয় যে শব্দটির গভীরতা হারিয়ে গেছে। আমাদের সময়ে সম্পর্ক একটি পর্যায়ে পৌঁছানোর পরই ‘ভালোবাসি’ বলতাম। এখন মানুষ এর মূল্য বোঝে না।
সাক্ষাৎকারে অজয় আরও বলেন, এখন তো যেকোনো মেসেজেই হার্ট ইমোজি জুড়ে দেওয়া হয়।
পরে সহ-অভিনেতা আর মাধবন পোষ্যদের ভালোবাসার প্রসঙ্গ তুললে অজয় তাতে সম্মতি জানিয়ে বলেন, মানুষের পক্ষে এ ধরনের নিঃস্বার্থ ভালোবাসা সম্ভব নয়। পোষ্যরা বিনিময়ে কিছু না চেয়েও ভালোবাসে।
কাজলের ‘বিয়ের মেয়াদ’ মন্তব্য এবং অজয়ের ‘নিঃস্বার্থ ভালোবাসা শুধু পোষ্যদের কাছেই পাওয়া যায়’ এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে প্রশ্ন তাদের দাম্পত্যে কি সত্যিই কোনো সমস্যা চলছে?
এ নিয়ে এখনো পর্যন্ত কাজল বা অজয় দেবগন কেউই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন