গোপালগঞ্জে ফের বাড়ানো হয়েছে কারফিউয়ের সময়সীমা। শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলায় পুনরায় কারফিউ জারি করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ নির্দেশ জারি করেন। শনিবার বিকেল পৌনে পাঁচটায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, সহিংসতার ঘটনার পর জেলাজুড়ে কারফিউ দেওয়া হলেও আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তা শিথিল করা হয়েছিল।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুনরায় কারফিউ জারি করা হয়েছে।
এদিকে কারফিউ চলাকালীন সময়ে জরুরি সেবার যানবাহন, চিকিৎসা ও ওষুধ সরবরাহ সংশ্লিষ্ট কার্যক্রম এই নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, গত (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। পরে ওইদিন বিকেল পৌনে ৩টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশ শেষে মাদারীপুরে যাওয়ার পথে শহরের লঞ্চঘাট, পৌরসভার সামনেসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে, গোপালগঞ্জে কারফিউ জারি করে সরকার।
আপনার মতামত লিখুন :