অনেকের কাছেই আমেরিকা এক স্বপ্নের দেশ। কেউ সেখানে যেতে চান পড়াশোনা করতে। কেউবা আবার চাকরি বা ব্যবসার কাজে। আবার অনেকে ঘুরতে যেতে চান দেশটিতে। কিন্তু সব স্বপ্নের প্রথম ধাপ হলো ভিসা পাওয়া। যা সবচেয়ে কঠিন বাধা। আসলে কিছু নিয়ম ও প্রস্তুতি মেনে চললে আমেরিকার ভিসা পাওয়া ততটা কঠিন নয়।
ভিসা আবেদনপত্রে দেওয়া প্রতিটি তথ্য যেন সত্য, সঠিক ও যাচাইযোগ্য হয়। শিক্ষাগত যোগ্যতা, চাকরি বা ব্যবসার বিবরণ, আয় সম্পর্কিত তথ্য- সব যেন বাস্তব হয়। ভুল বা অসত্য তথ্য ধরা পড়লে আবেদন বাতিল হতে পারে।
পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, আয়–সম্পর্কিত প্রমাণ, শিক্ষাগত সনদ, চাকরির লেটার বা ব্যবসায়িক নথি- সব সময় প্রস্তুত রাখুন। বিশেষ করে আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এগুলো দেখেই ভিসা কর্মকর্তা বোঝেন আপনি দেশে ফিরে আসবেন কি না।
ভিসা সাক্ষাৎকারে আপনার উদ্দেশ্য, ভ্রমণের কারণ ও দেশে ফেরার নিশ্চয়তা সম্পর্কে প্রশ্ন করা হবে। তাই কথা বলুন সংক্ষিপ্ত, স্পষ্ট ও আত্মবিশ্বাসের সঙ্গে। অতিরিক্ত কথা বা অসংলগ্ন উত্তর সন্দেহ তৈরি করতে পারে।
আপনি কেন আমেরিকা যেতে চান- তা নির্ভরযোগ্যভাবে ব্যাখ্যা করুন। কেউ ভ্রমণের জন্য, কেউ পড়াশোনার জন্য বা কেউ সাংবাদিকতা বা স্বেচ্ছাসেবী কাজের জন্য যেতে পারেন। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনার বক্তব্যের সঙ্গে কাগজপত্রের মিল থাকতে হবে। যেমন-
১. পড়াশোনার জন্য গেলে ভর্তি–নিশ্চয়তার কাগজ ও ফি প্রদানের প্রমাণ।
২. সাংবাদিকতা বা কাভারেজের কাজে গেলে অফিসিয়াল প্রমাণপত্র।
দেশে ফেরার প্রমাণ দিন- আমেরিকান ভিসার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, আপনি নিজের খরচ বহন করতে পারবেন এবং দেশে ফেরার যথেষ্ট কারণ আছে। স্থায়ী চাকরি, পারিবারিক দায়িত্ব বা সম্পত্তির দলিল এসব বিষয়কে ইতিবাচক প্রমাণ হিসেবে দেখা হয়।
ভ্রমণের পূর্ব ইতিহাস থাকলে উল্লেখ করুন- আগে যদি অন্য দেশে ভ্রমণ করে থাকেন, তা আবেদনপত্রে উল্লেখ করুন। এটি প্রমাণ করে আপনি নিয়ম মেনে বিদেশ সফর করেছেন এবং দেশে ফিরেছেন- যা ভিসা কর্মকর্তার কাছে ইতিবাচক বার্তা দেয়।
সময় নিয়ে প্রস্তুতি নিন- অনলাইন আবেদন ফর্ম পূরণের আগে ও সাক্ষাৎকারের সময় নেওয়ার আগে প্রয়োজনীয় সব কাগজপত্র গুছিয়ে রাখুন। সাক্ষাৎকারের দিন পরিপাটি পোশাক ও আত্মবিশ্বাসী আচরণ আপনার পক্ষে কাজ করবে।
আমেরিকার ভিসা পাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। নিয়ম মেনে আবেদন, সৎ তথ্য প্রদান এবং আত্মবিশ্বাসী উপস্থাপন- এই তিনটি বিষয় মেনে চললেই সফলতা অনেকটা নিশ্চিত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন