ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

ইরানে ৫.২ মাত্রার ভূমিকম্প, ভূপৃষ্ঠে ব্যাপক ক্ষতির শঙ্কা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১০:৪০ এএম
ভূমিকম্পের প্রতীকী ছবি

ইরানের উত্তরাঞ্চলে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)। মাত্র ৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি হওয়ায় ভূপৃষ্ঠে উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে গত জুন মাসে ইরানের উত্তরাঞ্চলের সেমনান প্রদেশে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেমনান শহরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেমনান স্পেস সেন্টার এবং সেমনান মিসাইল কমপ্লেক্সের কাছেই, যেগুলো ইরানের সামরিক বাহিনী দ্বারা পরিচালিত। এদিকে, কিছু বিশেষজ্ঞ ভূকম্পনের কারণ হিসেবে গোপন পারমাণবিক পরীক্ষার দিকেও ইঙ্গিত দিয়েছেন।

এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো হুমকির মুখে আলোচনা করতে অস্বীকৃতি জানালেও, ইউরোপীয় দেশগুলো উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক সমাধানের জন্য আহ্বান জানিয়ে আসছে।

প্রাকৃতিক ভূকম্পনের দিক থেকে ইরান বিশ্বের অন্যতম বিপজ্জনক অঞ্চল। দেশটি আলপাইন-হিমালয়ান ভূকম্পন বেল্টে অবস্থিত, যেখানে আরব ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল।

ইরানে প্রতি বছর গড়ে ২ হাজার ১০০টি ভূমিকম্প ঘটে, যার মধ্যে প্রায় ১৫ থেকে ১৬টি ভূমিকম্পের মাত্রা ৫.০ বা তার বেশি হয়। ২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে দেশটিতে প্রায় ৯৬ হাজার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা দেশটির ভূমিকম্পপ্রবণতার প্রকট চিত্র তুলে ধরে।