শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ১২:৩০ পিএম

নকলায় টাইফয়েড টিকাদানে লক্ষ্যমাত্রার ৯৯.৯৭ ভাগ অর্জন

নকলা (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ১২:৩০ পিএম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান। ছবি:  রূপালী বাংলাদেশ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান। ছবি: রূপালী বাংলাদেশ

শেরপুরের নকলা উপজেলায় সরকারি উদ্যোগে মোট ৬১,৫৮৫ জন শিশু ও কিশোর-কিশোরীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এরমধ্যে ৯৯.৯৭ ভাগ, অর্থাৎ ৬১,৫৬৭ জনকে সফলভাবে টিকা প্রদান করা হয়েছে।

টিকা প্রাপ্তদের মধ্যে ৯ মাস থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী ছেলে ৩০,৫১১ জন এবং মেয়ে ৩১,০৫৬ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) অফিস সূত্রে জানা গেছে, ক্যাম্পেইন ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর (১৮ কর্ম দিবস) পর্যন্ত চলে। প্রথম ১০ দিনে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭০টি কেন্দ্রে, পরবর্তী ৮ দিনে কমিউনিটি পর্যায়ে ২১৬টি ইপিআই সেন্টারে টিকা প্রদান করা হয়।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী টিকাদান কেন্দ্রেও বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে।

এমটিইপিআই আব্দুর রহিম জানান, শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায়ে মোট ৪১,৮৭০ জন শিশু টিকা পেয়েছে, যার মধ্যে ছেলে ২০,৯২ জন এবং মেয়ে ২০,৯৯৫ জন। কমিউনিটি পর্যায়ে মোট ২০,৪৮০ জনকে টিকা প্রদান করা হয়েছে, এর মধ্যে ছেলে ১০,৪১৯ জন এবং মেয়ে ১০,০৬১ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদানের কাজটি টিম ভিত্তিক ছিল। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের সচেতন প্রচারণা ও নিরলস পরিশ্রমের ফলেই লক্ষ্যমাত্রার ৯৯.৯৭ ভাগ অর্জন সম্ভব হয়েছে।”

রূপালী বাংলাদেশ

Link copied!