ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

যৌতুক প্রথার ভয়াবহতা, এক বছরে ৬,৪৫০ নারীর প্রাণহানি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৫:৪০ এএম
ছবি- সংগৃহীত

ভারতে যৌতুক প্রথা এখনও এক ভয়াবহ সামাজিক সমস্যা হিসেবে বিদ্যমান। যার শিকার হয়ে প্রতিনিয়ত অসংখ্য নারী নির্যাতিত হচ্ছেন এবং প্রাণ হারাচ্ছেন।

আধুনিক ও উন্নত সমাজ প্রতিষ্ঠার পথে একটি বড় অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে যৌতুক প্রথা।

ভারতের জাতীয় মহিলা কমিশনের এক সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে দেশজুড়ে যৌতুকের বলি হয়ে ৬,৪৫০ জন নারীর প্রাণহানি হয়েছে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্যের ভিত্তিতে প্রকাশিত এই রিপোর্টে দেখা যাচ্ছে, এ তালিকায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ।

কমিশনের রিপোর্টে আরও জানানো হয়েছে যে, ২০১৪ সালে যৌতুকের কারণে মৃত্যুর সংখ্যা ছিল ৮,৫০০, যা ২০২২ সালে কিছুটা কমেছে বলে দাবি করা হয়েছে।

তবে ২০২৩ ও ২০২৪ সালের অপরাধ সংক্রান্ত সম্পূর্ণ রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলে কমিশন জানিয়েছে।

এছাড়াও, ২০২৩ সালে যৌতুকের জেরে নির্যাতনের শিকার হয়েছেন ৪,৭৯৭ জন নারী।

জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরা হলেও, এ বিষয়ে প্রশাসনিক ক্ষেত্রে এক ধরনের গা-ছাড়া মানসিকতাও পরিলক্ষিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।