ভারতের সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে গত ফেব্রুয়ারিতে মহা শিবরাত্রি উপলক্ষে মাংস পরিবেশনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার এক বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় মূলত দুই ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এসএফআই-এর দাবি, এবিভিপি তাদের খাবার অন্যদের উপর চাপানোর চেষ্টা করেছে।
অন্যদিকে এবিভিপি বলছে, উপবাসের দিনে মাংস পরিবেশন ধর্মীয় সম্প্রীতিতে ব্যাঘাত ঘটিয়েছে। ওই সময়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না থাকায় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই সমাধান করতে হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টোরিয়াল কমিটির তদন্তের পর ব্যবস্থা নেওয়া হয়।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘বিস্তারিত তদন্তের পর বিশ্ববিদ্যালয় ডক্টরাল প্রার্থী সুদীপ্ত দাসকে বিশৃঙ্খলার জন্য দোষী সাব্যস্ত করেছে। তাকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।’
আপনার মতামত লিখুন :