এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশের উন্নতি ঘটানো সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (১৯ জুলাই) সকালে পরিবেশ অধিদপ্তর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা বলেন, ‘এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশ উন্নত করা সম্ভব নয়। এ জন্য কয়েকটি প্রজন্ম ধরে কাজ করতে হবে। তবে পরিবেশ রক্ষায় এখনই মূল্যবোধ গড়ে তোলার সময়।’
পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।
তিনি বলেন, ‘শব্দদূষণ বন্ধে সবাইকেই সচেতন হতে হবে। গাড়ি চালানোর সময় অকারণে হর্ন বাজানো বন্ধ রাখতে হবে।’
পরিবেশ সংরক্ষণের বিষয়টি সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রিজওয়ানা হাসান।