ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

আন্দোলনের নামে সড়ক অবরোধে রাজধানীতে যানজট : ডিএমপি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১২:১৭ পিএম
ছবি- সংগৃহীত

বিভিন্ন সংগঠন ও গোষ্ঠীর আন্দোলন এবং সড়ক অবরোধের কারণে রাজধানী ঢাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নাগরিকদের ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২ নভেম্বর) সকালে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন স্থানে একযোগে বিভিন্ন দাবি-দাওয়ার আন্দোলন শুরু করেছে একাধিক সংগঠন। ফলে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, কিছু এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ডিএমপি জানায়, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ আন্দোলন এবং স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির দাবিতে বেশ কয়েকটি সংগঠন ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান করছে।

এ ছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এসব কর্মসূচির কারণে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং কিছু এলাকায় দীর্ঘ যানজটের সারি তৈরি হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সব বাধা সত্ত্বেও পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আন্দোলনের কারণে জনভোগান্তি বেড়েছে বলে স্বীকার করেছে সংস্থাটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ নাগরিকদের অসুবিধার বিষয়টি গভীরভাবে উপলব্ধি করছে। অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধি পেয়ে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’