ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

১৩ নভেম্বর ঘিরে উত্তেজনা, ঢাকা ও আশপাশে নেমেছে বিজিবি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১০:০৪ এএম
টহল দিচ্ছে বিজিবি। ছবি- সংগৃহীত

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে টানা উত্তেজনার মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।

তবে কোথায় কী পরিমাণ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত কদিন ধরেই বিশেষ করে রাজধানী ঢাকা ও আশপাশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে সূত্রাপুরে একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা, বেশ কয়েকটি বাসে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আগামীকাল ১৩ নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ নিয়ে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে টহল কার্যক্রম। এবার নামানো হলো বিজিবি।