বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১১:২৫ পিএম

ইভ্যালির রাসেল ও শামীমার ৫ বছরের কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১১:২৫ পিএম

মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন। ছবি- সংগৃহীত

মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন। ছবি- সংগৃহীত

প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলাটি দায়ের করেছিলেন সাদিকুর রায়হান।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

আদালতের সহকারী নাজমুল ইসলাম তালুকদার জানিয়েছেন, দণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করতে হবে। অর্থদণ্ড না দেওয়ার ক্ষেত্রে আরও তিন মাসের কারাভোগ করতে হবে। আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছিলেন। ২০২১ সালের ২০ মার্চ বাদী সাদিকুর রায়হান তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। নির্ধারিত সময়সীমার মধ্যে মোটরসাইকেলগুলো হস্তান্তর না করার পর আসামিরা তাকে সিটি ব্যাংকের দুইটি চেক প্রদান করেন। ২০২২ সালের ১২ এপ্রিল বাদী যখন চেকগুলো নগদায়নের চেষ্টা করেন, তখন তা ফেরত আসে। এরপর ২০২৩ সালের ২৬ নভেম্বর বাদী মামলা দায়ের করেন।

আদালত জানিয়েছে, আসামিরা যে প্রতারণামূলক কার্যক্রম চালিয়েছেন, তা গ্রাহকদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। আদালতের রায়ে বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড জনসাধারণের অর্থনৈতিক নিরাপত্তা বিপন্ন করে।

রায় ঘোষণার পর ইভ্যালি ও তার কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তাদেরকে সনাক্ত ও গ্রেপ্তার করার জন্য তৎপর রয়েছে।

Link copied!