মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে আটক থাকা ৭২ জন বাংলাদেশি প্রবাসীকে সরকারি খরচে দেশে পাঠিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের তথ্যমতে, ২০২৪–২৫ অর্থবছরে ৪০ জন এবং চলমান ২০২৫–২৬ অর্থবছরে আরও ৩২ জন প্রবাসীকে সাজা শেষে জেল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
১৩ নভেম্বর হাইকমিশনের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ নভেম্বর কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিলান্তিক ক্যাম্প পরিদর্শন করে হাইকমিশনের একটি প্রতিনিধি দল। ওই ক্যাম্পে বর্তমানে বাংলাদেশি পরিচয়ে ৫৪ জন আটক আছেন বলে জানা গেছে।
প্রতিনিধি দল আটক ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন, আইনি সহায়তা এবং দ্রুত প্রত্যাবাসনের প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করছে। ইতিমধ্যে ২৫ জনের জন্য ট্রাভেল পারমিট ইস্যু হয়েছে। বাকিদের প্রক্রিয়া চলছে।
এ বছরে এখন পর্যন্ত হাইকমিশন ১৯টি ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেছে এবং ২ হাজার ২১ জন প্রবাসীর দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিট দিয়েছে।
হাইকমিশন জানিয়েছে, আটক বাংলাদেশিদের সহায়তা ও ক্যাম্প পরিদর্শনের কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন