সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৬৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি করে এলজি, রিভলভার (২২ বোর), বিস্ফোরিত ককটেলের টুকরা, কাটার, বার্মিজ চাকু, লোহার কুঠার, ছেনা ও স্টিলের করাত, তিনটি একনলা বন্দুক ও তাজা কার্তুজ, ককটেল, ৯ রাউন্ড কার্তুজ, ১৫টি কার্তুজের খোসা ও ১০ পিস রামদা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৭৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯০৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৭৭১ জন রয়েছে।
-20251031160223.webp)

