আজ রোববার সারাদেশেই আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে দেশের কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈধ এই পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, আকাশে মাঝেমধ্যে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। রাত-দিনের তাপমাত্রাতেও তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না।
এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোরে কুয়াশা পড়ার প্রবণতা সামান্য বাড়তে পারে।

