ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায় সিইসিসহ চার নির্বাচন কমিশনার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৬:০৬ পিএম
ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে চূড়ান্ত তপশিল নির্ধারণী সভা শেষে বিকেল ৪টায় সিইসিসহ চার নির্বাচন কমিশনার ইসি ত্যাগ করেন।

জানা গেছে, এ সাক্ষাতে নির্বাচনের তপশিল ও তারিখ নির্ধারণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে; এরপর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।’

এর আগে নির্বাচন কমিশনে বৈঠক শেষে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, আচরণবিধি প্রতিপালনে তপশিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুই জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপর ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তপশিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলেও জানান আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।’