ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, স্কুলড্রেস পরে গৃহকর্মী পলায়ন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ১০:২৯ এএম
রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা। ছবি - সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে এক বহুতল ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে সোমবার (৮ ডিসেম্বর) সকালে এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন মা লায়লা আফরোজ (৪৮) ও তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, এ হত্যাকাণ্ডে গৃহকর্মী আয়েশা জড়িত। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, গৃহকর্মীর বয়স ২০ বছর।

ঘটনায় যা উঠে এসেছে

ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে ওই গৃহকর্মী লিফটে উঠে সপ্তম তলার ফ্ল্যাটে প্রবেশ করেন। পরে, সকাল ৯টা ৩৫ মিনিটে সে কাঁধে স্কুল ব্যাগ নিয়ে, নাফিসার স্কুল ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে বের হয়ে যায়।

নাফিসার বাবা আজিজুল ইসলাম জানান, তিনি সকাল ৭টার দিকে স্কুলে যান। তিনি বাসায় ফিরে আসেন বেলা সাড়ে ১১টার দিকে এবং তার স্ত্রীর ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

ময়নাতদন্তে জানা গেছে, নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে ধারালো অস্ত্র ও গ্লাভস ব্যবহার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের ভেতরে আলমারি ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল।

হত্যাকারীর পরিকল্পিত পলায়ন

ঘটনার পর পুলিশ জানিয়েছে, মা হত্যার পর গৃহকর্মী বাথরুমে গিয়ে গোসল করে নিজের শরীরের রক্ত মুছে ফেলে। এরপর নিহত নাফিসার স্কুলের ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যায়। পুলিশের ধারণা, সে এইভাবে পুলিশের সন্দেহ এড়ানোর চেষ্টা করেছে।

পুলিশ ফ্ল্যাটের বাথরুম থেকে দুটি ধারালো অস্ত্র ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, হত্যাকাণ্ডের সময় শুধু গৃহকর্মীই উপস্থিত ছিলেন। তবে পুলিশ আশপাশের কন্টেক্সট যাচাই করছে।

তদন্ত ও ধৃতরা

ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে বাসার দারোয়ান মালেককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, সব তথ্য যাচাই-বাছাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আয়েশা চার দিন আগে ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে যোগ দিয়েছিল। তার গ্রামের বাড়ি রংপুর। গৃহকর্মী নিজেকে আয়েশা বলে পরিচয় দেয়।

ফ্ল্যাটের ভেতরের অবস্থার বিষয়ে পুলিশ জানিয়েছে, বাসায় ধস্তাধস্তির আলামত রয়েছে, মেঝে ও দেওয়ালে রক্তের দাগ রয়েছে এবং আলমারি ও ব্যাগ তছনছ অবস্থায় আছে।