ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

যৌথ বাহিনীর চেকপোস্টে ইয়াবা জব্দ, দেবর-ভাবী আটক

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:০৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনার তালতলী উপজেলার প্রবেশপথে যৌথ বাহিনীর চেকপোস্টে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দেবর-ভাবীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরগুনার এম. বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল এলাকার হুমায়ূন কবির এবং তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের মমিসেপাড়া এলাকার শাহ আলমের স্ত্রী খুকুমনি আক্তার (৩১)।

যৌথ বাহিনী জানায়, আটক দু’জনের কাছ থেকে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোনসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। তারা ঢাকা থেকে বাসযোগে আমতলী এসে সেখান থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাওয়ার সময় চেকপোস্টে ধরা পড়ে।

যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি জোরদার করা হলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে দেহ তল্লাশিতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

তালতলী থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ চক্রটি এলাকায় মাদক কারবারে জড়িত ছিল। আটক দু’জনকে থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।