ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

ইংল্যান্ডেই হবে পরবর্তী তিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৫:১০ এএম
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা দিয়েছে, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।

চলতি মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে ডব্লিউটিসি ফাইনালের আয়োজনের দিক থেকে ইংল্যান্ড টানা ছয়বারের মতো আয়োজক হিসেবে দায়িত্ব পেল।

এর আগে ২০২১ সালের প্রথম আসরটি সাউদাম্পটনের রোজ বাউলে ‘বায়ো-সিকিউর’ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে নিউজিল্যান্ড হারায় ভারতকে।

২০২৩ সালের ফাইনালে ওভালে অস্ট্রেলিয়া আবারও ভারতের বিপক্ষে জয় পায়। সদ্য শেষ হওয়া ২০২৫ সালের ফাইনালে লর্ডসে দক্ষিণ আফ্রিকা হারিয়েছে অস্ট্রেলিয়াকে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আবারও আয়োজক হিসেবে মনোনীত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন,“এই ঐতিহ্যবাহী ফরম্যাটের প্রতি ইংলিশ দর্শকদের আবেগ, এবং বিশ্বজুড়ে সমর্থকদের ভ্রমণের আগ্রহই প্রমাণ করেছে কেন ইংল্যান্ড উপযুক্ত আয়োজক।

উল্লেখযোগ্যভাবে, ভারত ২০২৭ সালের ফাইনাল আয়োজনের প্রত্যাশা করলেও আয়োজক হিসেবে তারা মনোনয়ন পায়নি।