‘আগে সঞ্চয় করুন, পরে খরচ করুন’-এই সহজ কথার মধ্যেই লুকিয়ে রেখেছেন আর্থিক সফলতার সূত্র। ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট বারবার বলেছেন, সঠিক জায়গায় খরচ না করলে সঞ্চয় করে লাভ নেই। তার মতে, কিছু কিছু খাতে বিনিয়োগ মানেই ভবিষ্যতে বিপদ ডেকে আনা। তিনি ৫টি বিষয়ে বিশেষভাবে মানুষকে সাবধান করেছেন-যেখানে ভুলেও টাকা খরচ করা উচিত নয়।
১. নতুন গাড়ি কেনা
বাজার থেকে বেরোনোর সঙ্গেই গাড়ির দাম পড়তে থাকে। বাফেট নিজেও ২০১৪ সালের একটি পুরনো ক্যাডিলাক ব্যবহার করেন। তার ভাষায়, ‘গাড়ি হলো যাতায়াতের মাধ্যম, সফলতার মাপকাঠি নয়।’
২. ক্রেডিট কার্ডের সুদ
বাফেট ক্রেডিট কার্ডকে বলেন ‘ঋণের ফাঁদ’। উচ্চ সুদের চাপে অনেকেই আর্থিক চাপে পড়ে যান। তার পরামর্শ, ‘বুদ্ধিমান হলে, ঋণ ছাড়াই টাকা উপার্জন করা সম্ভব।’
৩. জুয়া ও লটারি
এই দুইকে তিনি বলেছেন ‘গণিত না জানার জন্য শাস্তি’। বাফেট মনে করেন, এগুলো কল্পনার ফাঁদ, বাস্তব আয় ও বিনিয়োগ থেকে দূরে সরিয়ে রাখে।
৪. প্রয়োজনের চেয়ে বড় বাড়ি
১৯৫৮ সালে কেনা ছোট বাড়িতেই এখনও থাকেন বাফেট। তার মতে, ‘বাড়ি হলো থাকার জায়গা, অহংকারের নয়।’ বড় বাড়ির সঙ্গে বাড়ে রক্ষণাবেক্ষণ ও অতিরিক্ত খরচ।
৫. জটিল বিনিয়োগ
বাফেট বলেন, ‘যে ব্যবসা আপনি বোঝেন না, সেখানে বিনিয়োগ করবেন না।’ চোখধাঁধানো অফার নয়, বরং বোঝাপড়া ভিত্তিক বিনিয়োগই নিরাপদ।
তার মতে, ‘যা খরচের পর বাঁচে তা সঞ্চয় করবেন না, বরং যা সঞ্চয়ের পর বাঁচে, তা খরচ করুন।’ এই অভ্যাস গড়ে তুললেই তৈরি হবে স্থিতিশীল ও নিরাপদ ভবিষ্যৎ।