রবিবার, ২০ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:২৫ পিএম

রমনা পার্কে বিশ্রামে জামায়াত নেতাকর্মীরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:২৫ পিএম

ভ্যাপসা গরমে রমনায় বিশ্রাম নিচ্ছেন জামায়াত নেতাকর্মীরা। ছবি- সংগৃহীত

ভ্যাপসা গরমে রমনায় বিশ্রাম নিচ্ছেন জামায়াত নেতাকর্মীরা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নেতাকর্মীদের ভিড় ক্রমেই বাড়ছে। শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই ঢাকায় আসতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্যান ছাড়িয়ে আশপাশের সড়ক ও পার্ক এলাকায় ছড়িয়ে পড়েছে তাদের উপস্থিতি।

সমাবেশস্থলের পাশে অবস্থিত রমনা পার্কেও দেখা গেছে অনেক নেতাকর্মীকে অবস্থান নিতে। কেউ গাছতলায় বসে বিশ্রাম নিচ্ছেন, কেউবা গরম থেকে বাঁচতে পার্কের ছায়ায় ঘুমিয়ে পড়েছেন। কেউ আবার দল বেঁধে আড্ডায় মেতে উঠেছেন।

রংপুর জেলা থেকে আসা ষাটোর্ধ্ব আমজাদ হাসান বলেন, “ভোর ৫টার দিকে ঢাকায় পৌঁছেছি। সকাল থেকে উদ্যানে অবস্থান করছি। প্রচণ্ড গরমে শরীর দুর্বল হয়ে গেছে, তাই কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। খাওয়া-দাওয়া শেষে আবার সমাবেশে যাব।”

রমনা পার্কে অবস্থান করা আরও কয়েকজন কর্মী জানান, দুপুরের আগে উদ্যানে প্রবেশ করা সম্ভব না হওয়ায় তারা সাময়িকভাবে পার্কে অবস্থান করছেন। গরম ও ভিড় সামলে বিকেলের দিকে তারা সমাবেশস্থলে ফিরে যাবেন।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান।

দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিলসহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। 

সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবিতে মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ধারণা করা হচ্ছে, সমাবেশ থেকে দলটি নির্বাচন ও জাতীয় রাজনীতি নিয়ে দিতে পারে গুরুত্বপূর্ণ কোনো বার্তা।

এদিকে ফজরের আগেই পূর্ণ হয়ে গেছে দলটির মহাসমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান। গতরাত থেকেই উদ্যানে অবস্থান নিয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!