জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে ক্ষমা চাওয়ার জন্য এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলটির বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আলটিমেটাম দেন।
ফেসবুক পোস্টে মুনতাসির বলেন, ‘এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ভুল স্বীকার করে আমার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য শেষ ১ ঘণ্টা সময় দেওয়া হলো। নইলে... অ্যাকশন!’
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সম্প্রতি মুনতাসির মাহমুদকে সব পদ থেকে অব্যাহতি দিয়েছে এনসিপি। তিনি দলটির কেন্দ্রীয় সংগঠক ছিলেন।

