ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

জামায়াত বেহেস্তের টিকিট বিক্রি করেনা, এটি ভিত্তিহীন অপবাদ : গোলাম রব্বানী

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৪:২০ এএম
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বগুড়া-৭ আসনে এমপি পদপ্রার্থী গোলাম রব্বানী

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনের এমপি পদপ্রার্থী গোলাম রব্বানী বলেছেন, জামায়ােতর বিরুদ্ধে বেহেস্তের টিকিট বিক্রি করার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

তিনি বলেন, আমরা কখনো বেহেস্তের টিকিট বিক্রি করিনি। বরং মানুষ কীভাবে চললে বেহেস্ত পাবে- সেটাই বলি। বেহেস্ত দেওয়ার মালিক কেবল আল্লাহ তাআলা।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় শাজাহানপুরের আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে উপজেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে কওমী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম রব্বানী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশের ধর্মীয় পরিবেশ ‘চরমভাবে লাঞ্ছিত’ ছিল। তাফসির মাহফিলে আলোচকের হাতে থাকা মাইক কেড়ে নেওয়ার ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। তার দাবি, আওয়ামী লীগ এখন ক্ষমতাচ্যুত হলেও তাদের রেখে যাওয়া ‘অপতৎপরতা’ নানা আকারে চলছে। এ বিষয়ে আলেমদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের ইসলামপন্থীরা আজ ঐক্যবদ্ধ, আর এই ঐক্য ভাঙতে দেশ-বিদেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে। ঈমানি শক্তি নিয়ে সবাইকে এ ষড়যন্ত্র মোকাবিলায় এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা কাওসার আলীর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমানসহ স্থানীয় নেতারা। উপস্থিত ছিলেন কওমী মাদ্রাসার শিক্ষক ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।