বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে একমাত্র বিএনপিই দুর্নীতির লাগাম টানতে পারবে। দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে না পারলে সব উন্নয়ন পরিস্থিতি পিছিয়ে যাবে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরস্থিতি ভালো করতে হবে। না হলে দেশের ক্ষতি হয়ে যাবে। যদি সরকার গঠন করতে পারি তবে শুরুতেই দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরব।’
তিনি দাবি করেন, ‘দেশে দুর্নীতির লাগাম টানতে পারে শুধু বিএনপি। অতীতে লাগাম টেনে ধরেছে, ভবিষ্যতেও পারবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন সময়ে দেশ যখন সংকটের মধ্য দিয়ে গিয়েছে তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে। দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছেন। সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।’
তারেক রহমান অভিযোগ করেন, ‘স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, একটি দল সেভাবেই এখন অপপ্রচার চালাচ্ছে। সেই দলের দুই জন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন। তারা সিনিয়র মানুষ, তারা গত হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছিলেন শেষ দিন পর্যন্ত, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে।’
এ সময় দেশবাসীকে ঐকব্যদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, ‘দেশ গড়ার কাজ করতে হলে মানুষের অবস্থান পরবির্তন করে ভালো অবস্থানে নিতে হলে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সামনের সময় কিন্তু ভালো নয়, কঠিন সময় আসছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সেই ষড়যন্ত্র রুখে দিতে পারে। গণতন্ত্রই পারে সব ষড়যন্ত্র রুখে দিতে।’
তিনি অভিযোগ করেন, প্রতিটি ক্ষেত্রে এখন অরাজকতা বিরাজ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন