দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় স্বোচ্চার এবং শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল পলাতক স্বৈরাচার বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২ নভেম্বর) বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, প্রবাসীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রথমবারের জন্য ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের জন্য সম্মানজনক।
নারীদের সমস্যা নিয়ে দলের নারী নেত্রীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী ও শিশুদের নিরাপত্তায় সামাজিক উদ্যোগ গ্রহণ জরুরি।
নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হওয়ার কথা ছিল না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নতুন নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে।
সারা দেশে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া শেষের দিকে জানিয়ে দেশ ও জনগণের স্বার্থে দলের সিদ্ধান্ত মেনে নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
তারেক রহমান বলেন, দল যাকে মনোনয়ন দেবে তাদের বিজয়ী করতে হবে। চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওৎ পেতে আছে। নিজেদের মধ্যে রেষারেষি করলে পলাতক স্বৈরাচার সুযোগ পাবে।


